শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক । সোনারগাঁওয়ে ১২ গ্রামের কৃষি জমি চাষাবাদ ও খাল খননের উপযোগী করার জন্য কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামতাল মালিভিটা নুরুন আলা নূর এসহাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুদরত আলী মাস্টার সাহেবের নামে নাম ফলকের উদ্বোধন। ক্যাসিনো সম্রাট ডন সেলিমের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ 

সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ইজারা ছাড়া চলছে নাগরদোলা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছেন অবহেলায় ইজারা দেওয়া হয়নি, তবে দ্রুত সময়ে ইজারা দেওয়া হবে। সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ইজারা ছাড়া চলছে নাগরদোলা। গত জুন মাসের ৩০ তারিখে ইজারার সময় শেষ হলেও ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলছে নাগরদোলা।
সরেজমিন গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, ফাউন্ডেশন চত্ত¡রের ভিতরে ময়ুরপঙ্খী মাঠের পশ্চিম কোনায় তিনটি নাগরদোলা রয়েছে। গ্রাম বাংলার ধারক বাহক এই নাগরদোলা গুলোর জন্য প্রতিবছর ইজারা দেওয়া হয়। ঘুরতে আসা পর্যটকরা মূূল্য পরিশোধ করে চড়ছেন এই নাগদোলায়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত বছর ৮ লাখ ১৬ হাজার টাকায় শাহজালাল নামে একজন এক বছরের জন্য নাগরদোলার ইজারা পায়। গত ৩০ জুন ওই ইজারার মেয়াদও শেষ হয়েছে।
ঢাকা থেকে আসা তাসনিত জান্নাত বলেন, বন্ধুদের সাথে সোনারগাঁ জাদুঘরে ঘুরতে এসেছি। বৃষ্টি হলে নাগরদোলায় চড়বো না কেমন কথা। প্রতিজন ৩০ টাকা করে দিয়ে নাগরদোলায় চড়েছি।
স্থানীয় নাসির উদ্দিন বলেন, একটি চক্র নিজেদের সুবিধার জন্য নাগরদোলার ইজারা ১ মাস ৮ দিনেও দেয়নি। এতে সরকারের রাজস্ব হারাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রæত সময়ের মধ্যে দরপত্রের মাধ্যমে ইজারা দিতে হবে।
নাগরদোলা চালানোকারী রাসেল বলেন, নাগরদোলার ইজারার মেয়াদ শেষ হয়েছে আরও এক মাসেরও আগে কিন্তু আমরা নাগরদোলা চালাচ্ছি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানেন।
নাগরদোলার ইজারাদার শাহজালাল বলেন, আমি গত বছর ৮ লাখ ১৬ হাজার টাকায় এক বছরের জন্য নাগরদোলার ইজারা পেয়েছি। এবছরের জুন মাসে এ ইজারার সময় শেষ হলেও নাগরদোলা চালিয়ে যাচ্ছি। এব্যাপারে কেউ কোনো বাধা দেয়নি।
ফাউন্ডেশনের ডেসপ্লে অফিসার আবুল কালাম আজাদ বলেন, ইজারা ছাড়া নাগরদোলা চালানোর কোনো সুযোগ নেই। আমাদের অবহেলায় সময়মত ইজারা দেওয়া হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে নাগরদোলার ইজারা দেওয়া হবে।
ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হোসাইন বলেন, ফাউন্ডেশনের স্থায়ী কোনো পরিচালক না থাকায় (অতিরিক্ত দায়িত্ব) পালন করছেন কাজী নূরুল ইসলাম। অতিরিক্ত দায়িত্বের পরিচালককে সবসময় পাওয়া যায়না বিধায় ইজারা দিতে বিলম্ব হচ্ছে। কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র আহবান করা হবে।
তিনি আরও বলেন, নতুন ইজারা মূল্য যা আসে সে অনুপাতে যতদিন নাগরদোলা চালানো হয়েছে তার রাজস্ব আদায় করা হবে।

মো:মীমরাজ হোসেন
সোনারগাঁ
তাং-০৭.০৮.২০২৩ ইং

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর