শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১১ বার পঠিত

নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয়সহ ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তাররা হলো- কাঁচপুর সেনপাড়া ইউনিয়নের হৃদয় (২৮), শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও বন্দরের মদনপুরের রনি (২০)।

এ সময় তাদের কাছ থেকে ৬টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি রেজর (ক্ষুর) এবং ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব ১১ এর সিনিয়র এ এসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, সোমবার রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয়ের ২ টি, শাহজালালের ১ টি, রানার ১ টি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর