শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবি নীল দলের আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫৬ বার পঠিত

শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবি নীল দলের আলোচনা সভা

নোবিপ্রবি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীল দলের সভাপতি অধ্যাপক মাসুদ রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বিপ্লব মল্লিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নীল দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে নোবিপ্রবি নীল দলের সদস্যরাসহ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কাউছার আহমেদ
নোবিপ্রবি প্রতিনিধি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর