নিউজ ডেস্কঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৮ আগস্ট) সোমবার দুপুরে জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় জাতীয়পার্টির প্রধান কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এম এ জামান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও আবু তালেব চৌধুরী জিসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,জামপুর ইউনিয়নের জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়ার।
এ আরো উপস্থিত ছিলেন,শ্যামল সিকদার, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার আহবায়ক নাসরিন আক্তার পান্না, শিল্পী বেগম মেম্বার, নুরে আলম শাহীন মেম্বার, সানাউল্লাহ মেম্বার, সাকিব হাসান মেম্বার, বদিউজ্জামাল বধু মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, বকুল ভূইয়া মেম্বার, আলী জাহান মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী,কামরুজ্জামান কামরুল মেম্বার, রিয়াজ ফকির মেম্বার, মিলন মিয়া মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় যুবসংহতি সাধারণ সম্পাদক ইয়ামিন সুজন প্রমূখ।