শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ৩৫৫০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫৫০ পিস ইয়াবাসহ মাসুদ পারভেজ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মাহাবুব আলমের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ৩৫৫০ পিছ ইয়াবা নিয়ে মাদক কারবারি চট্টগ্রাম থেকে বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। এমন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বাজাজ পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাসুদ পারভেজ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, সকাল ১১ টার দিকে মেঘনা শিল্পাঞ্চল নিউটাউন শপিং কমপ্লেক্স এলাকার সামনে থেকে ৩৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে ও একটি বাজাজ পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর