নিউজ ডেস্ক:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে কাঁচপুর নয়াবাড়ি অনন্ত গার্মেন্টসের সামনে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ সরকার (৩৩) কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের শামসুল সরকারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে আটক করি।সে দীর্ঘদিন যাবত কাঁচপুরে বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে।আজ তাকে হাতে নাতে ৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই। দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।