শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক । সোনারগাঁওয়ে ১২ গ্রামের কৃষি জমি চাষাবাদ ও খাল খননের উপযোগী করার জন্য কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামতাল মালিভিটা নুরুন আলা নূর এসহাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুদরত আলী মাস্টার সাহেবের নামে নাম ফলকের উদ্বোধন। ক্যাসিনো সম্রাট ডন সেলিমের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ 

জমি ব্যবসার অন্তরালে ভূমিদস্যু মাদকের ডিলার বকুলের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫৭ বার পঠিত

জমি ব্যবসার অন্তরালে ভূমিদস্যু মাদকের ডিলার বকুলের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ মানুষ

নিউজ ডেস্ক:-
নারায়নগঞ্জের বন্দরের লক্ষন খোলা এলাকার ভূমিদস্যু মাদকের ডিলার মৃত ইয়াজউদ্দিনের ছেলে
বকুলের বিভিন্ন অপকর্মে
সোনারগাঁয়ের মানুষ অতিষ্ঠ
বেপরোয়া জীবন যাপন সহ চালিয়ে যাচ্ছে অনৈতিক কর্মকান্ড এলাকাবাসীর দাবি কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে নির্মম বুল ড্রেজার ভয়ে মুখ খুলতে নারাজ এলাকার মানুষ।

বন্দরের ধামঘরের লক্ষনখোলা এলাকার স্থায়ী বাসিন্দা বকুল আহমেদ সোনারগাঁয়ের ইয়াবা ব্যবসা, মানব পাচার ভূমিদস্যুতা সহ হোটেল ব্যবসার অন্তরালে বিভিন্ন অপকর্ম সহ অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা অভিযোগ করেন এলাকাবাসী।

গোপন সংবাদের ভিওিতে আরো জানাযায় জমি ব্যবসার অন্তরালে ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, বিভিন্ন প্রকার মাদক সেবন সহ, মানবপাচার দেহ ব্যবসা তার নিত্যদিনের সঙ্গি
বিভিন্ন স্থান থেকে সুন্দরী যুবতী নারীদের এনে দেহ ব্যবসা চালানের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরেুদ্ধে। তার বিরুদ্ধে নারী পাচার, মাদক, সন্ত্রাস, মানবপাচারসহ ৫- ৭ টি মামলা চলমান রয়েছে,তার রয়েছে ১৫-২০ সদস্যের অপরাধী সিন্ডিকেট তার নেতৃত্বে কাজ করে, তার বিরুদ্ধে ডিসি অফিসে রয়েছে একাধিক অভিযোগ- বিগত দিনে ধামঘরের লক্ষন খোলা এলাকার তালিকা ভুক্ত মাফিয়া গডফাদার খ্যাত বসবাস কালে ভূমিদস্যুতার কারনে এলাকাবাসীর রোশানলে পরে এলাকা থেকে বিতারিত হয়ে আবাস করেন
সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউপির পাচপীর দরগাহ এলাকায় বন্দর এলাকার মৃত ইয়াজউদ্দিন ছেলে বকুল আহমেদ, অবৈধ উপায়ে তৈরি করেন বিলাস বহুতল ভবন এলাকাবাসী অভিযোগ করে বলেন ভূমিদস্যু বকুলের টার্গেট গরীব ও মধ্যে আয়ের সাধারণ মানুষের জমি বিক্রি করে দেয়ার নাম করে প্রথমে পাওয়ারে তার নামে করে নেয় পরে সেই টাকা আর দেয়া হয়না প্রকৃত জমির মালিককে তার বিরুদ্ধে কেউ মুখ খুললে দেয়া হয় মিথ্যা মামলা। নানান ষরযন্ত্র ও হামলা করা হয় সেই সব পরিবারের উপর
এসব অপরাধ কর্মকান্ড করতে গিয়ে একাধিক মামলায় জেলও খেটেছেন ভূমিদস্যু বকুল

এক সময়ের হোটেল বয় এখন অপরাধ জগতের গ্যাং লিডার। গ্রাম থেকে শহরে আসা উঠতি বয়সি বখাটে যুবকদের জড়ো করে সংগঠিত করছে নানা অপরাধ। তার এ ধরনের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ওঠেছে এলাকাবাসী সহ সাধারন মানুষ
তার বাহিনীর বখাটেরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্লাকমেইল করে সবর্স্ব ছিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের।

নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবীর অভিযোগ, বকুলের অনুগত অপরাধীরা রয়েছে নানান অপরাধের সাথে পরোক্ষভাবে জরিত অনন্ত শেখ নামে এক ভুক্তভোগী জানান আমাদের কাছ থেকে জমি বিক্রি করে দেয়ার নাম করে পাওয়ারে নিয়ে তার নামে রেজিস্ট্রি করে আমাদের জমি এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন কিছু বলতে গেলে সন্ত্রাসী দিয়ে প্রাননাশের হুমকি ধমকি দিচ্ছে তাই আমরা ডিসি অফিস বরাবর অভিযোগ জানিয়ে ও কোন প্রতিকার পাচ্ছি না!
ভুক্তভোগী পরিবার সুস্থ বিচারের দাবি জানান তার বিরুদ্ধে

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর