সোমবার, ১২ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩শ আসন নিয়ে নির্বাচনে যেতে চায় ভিপি নুর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার রতনপুর গ্রামের ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ কাঁচপুরে জামায়াতের বিক্ষোভ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের দক্ষিণ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়নগঞ্জ  সোনারগাঁও উপজেলার উত্তর শাখার ইউনিট এবং ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৫ইং সোনারগাঁও ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির হোসেন। বন্দরে ধামগড়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেত্রী মুন্নী আক্তার ধামগড়ে জনকল্যাণ  সাংস্কৃতিক  সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী  উপহার বিতরণ। সোনারগাঁয়ে গনঅধিকারের ইফতার মাহফিল নয়াপুর ৭নং ওয়ার্ডের কনফিডেন্স ইউনিটের উদ্যোগে নয়াপুর আক্কাস আলী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জমি বিরোধের জেরে ৩ জনকে পিটিয়ে আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা করে পিটিয়ে সরকারি চাকুরীজীবি সহ তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার(২ অক্টোবর) রাতে আহত শাহজাহান মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে তিনি বসবাস করেন। তার স্ত্রীর বাবা বাড়ি একই ইউনিয়নের সোনাখালী এলাকায়।তার স্ত্রীর পৈত্রিক সূত্রে সোয়া ষোল শতাংশ জমির মালিক হোন। কিন্তু একই এলাকার ভূমিখেকো শাহআলম গংরা তাদের জমি নামজারী করে নেয়। এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে একটি মিস কেইস দায়ের করা হয়। ওই মামলার তদন্ত করতে উপজেলা সার্ভেয়ার মহসিন মিয়া সহ সরেজমিনে যান। তদন্তকারী কর্মকর্তার সামনেই পূর্ব পরিকল্পিতভাবে শাহআলম, জাহাঙ্গীর, রাসেল মিয়া ও ইমন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শাহজাহান মিয়া ও তার স্ত্রী মাকসুদা বেগমকে পিটিয়ে আহত করে। এসময় তাদের স্থানীয়রা উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এসময় আহতদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

আহত শাহজাহান বলেন, উপজেলার একজন সরকারি সার্ভেয়ারের সামনেই আমার ও আমার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমি একজন সরকারি চাকুরী জীবি হওয়া সত্ত্বেও তারা হামলা করেছে। আমি তাদের কঠিন শাস্তি চাই।

এবিষয়ে অভিযুক্ত শাহআলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর