নিউজ ডেস্ক:-
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ভ্রাম্যমান আদালত আনন্দবাজার হাটে অভিযান চালিয়ে ২শত চায়না দুয়ারী জাল জব্দ ও নিষিদ্ধ চায়না জাল বিক্রির অপরাধে দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
১০ অক্টোবর ২০২৩ ইং মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার । তিনি জানান, উপজেলার আনন্দবাজার হাটে কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারের নিষেধ অমান্য করে দীর্ঘদিন যাবত চায়না দুয়ারী জাল বিক্রি করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ২শত চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা। এবং ব্যবসায়ি হরিপদ বর্মন ও সুমন বর্মনকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় দুইটি পৃথক মামলায় দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।