সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৈমূর আলম খন্দকার ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা করেন। মনোনয়ন পেয়ে সোনারগাঁয়ে জাতীয়পার্টির আনন্দ মিছিল নারায়ণগঞ্জ -৩ আসনে নৌকা পেলেন কায়সার হাসনাত আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা আইন সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ কে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের শুভেচ্ছা ও অভিন্দন হঠাৎ কমতির দিকে গরুর মাংসের দাম আসক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার পুনরায় নবায়ন কমিটির সভাপতি হলেন মাসুম বিল্লাহ হাজারো নেতাকর্মী নিয়ে এমপি খোকার মনোনয়ন সংগ্রহ মনোনয়ন ফরম কিনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এরশাদ আলী আকাশ বন্দর উপজেলা শাখার জাতীয় পার্টির ছাত্র সমাজের নতুন কমিটি গঠন

পিটার হাসের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে,দৌড়াদৌড়ি করে কোন লাভ হবে না : ওবায়দুল কাদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

নিউজ ডেস্ক:-পিটার হাসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এত টাকা দিয়ে তারা দৌড়ে যায় পিটার হাসের কাছে। দুপুরে যায়- রাতে যায় পিটার হাসের কাছে’। ‘আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখিয়েছেন। পিটার হাস কী করবেন, নিষেধাজ্ঞা দেবেন? তাদের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। তলে তলে যখন সব ঠিক হয়ে গেছে তখন দৌড়াদৌড়ি করে কোন লাভ হবে না’। ১২ অক্টোবর ২০২৩ ইং বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের সর্বশেষ বক্তব্য শুনে মনে হয়, এখনো তত্ত্বাবধায়ক সরকারের মরা লাশ নিয়ে টানাটানি করছেন। ওই মরা লাশ এখন আজিমপুরের গোরস্থানে। এই মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ হবে না। এই লাশ ফিরে আসবে না। নির্বাচন হবে’। তিনি বলেন, ‘ফখরুল না এলে (নির্বাচন) আমও যাবে, ছালাও যাবে। আপনারা (বিএনপি) দুনিয়াব্যাপী বদনাম করেছেন। তাই বদনাম গোছানোর জন্য এমন নজিরবিহীন নজির স্থাপন করবেন’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলায় ওরা (বিএনপি) ফাউল করবে। ফাউল করলে লাল কার্ড। এবার কোনো ছাড় দেওয়া হবে না’। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর