সময় বার্তা 71 ডটকম : নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলিসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে।
২৮ অক্টোবর ২০২৩ ইং শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুর চানপুর জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলোঃ-নারায়নগঞ্জ বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের ছেলে রুবেল প্রধান(৩২)। মৃত সিরাজুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৮)। মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ ফারুক(২৭)। চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের ছেলে নাঈমুর রহমান (২৪)।
এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.