সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৈমূর আলম খন্দকার ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা করেন। মনোনয়ন পেয়ে সোনারগাঁয়ে জাতীয়পার্টির আনন্দ মিছিল নারায়ণগঞ্জ -৩ আসনে নৌকা পেলেন কায়সার হাসনাত আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা আইন সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ কে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের শুভেচ্ছা ও অভিন্দন হঠাৎ কমতির দিকে গরুর মাংসের দাম আসক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার পুনরায় নবায়ন কমিটির সভাপতি হলেন মাসুম বিল্লাহ হাজারো নেতাকর্মী নিয়ে এমপি খোকার মনোনয়ন সংগ্রহ মনোনয়ন ফরম কিনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এরশাদ আলী আকাশ বন্দর উপজেলা শাখার জাতীয় পার্টির ছাত্র সমাজের নতুন কমিটি গঠন

রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী- স্ত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

নিউজ ডেস্ক:- পরিবার নিয়ে বাড়ী ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে, মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় তাদের একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (৬) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেনঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম বাবু (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান,শুক্রবার দুপুরে নাজমুল ইসলাম বাবু মোটরসাইকেল যোগে স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যায়।বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশু কন্যা তাহরিন জাহান ফাহাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রূপঞ্জ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর