শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিএনপি-জামায়াতের অবরোধ প্রত্যাখ্যান করেছে সোনারগাঁয়ের মানুষ:চেয়ারম্যান মোশাররফ ওমর

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৮ বার পঠিত

মো: মাসুম বিল্লাহ:-তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ প্রত্যাখ্যান করেছে সোনারগাঁয়ের মানুষ বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।
রোববার( ১২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে একটি শান্তি মিছিল বের করেন।মিছিলটি কাঁচপুরের ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ককের রাস্তা প্রদক্ষিণ করে কাঁচপুর বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়।
এ সময় তিনি বলেন,ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন সহ জনগণকে সাথে নিয়ে বিএনপি’র জামাতের সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দিবেন।আজ ঘরে বসে থাকার সময় নয়।দেশের ক্লান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে। তাদের উপরে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য যে কোন ত্যাগ দিতে তিনি প্রস্তুত আছেন বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর