শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩শ আসন নিয়ে নির্বাচনে যেতে চায় ভিপি নুর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার রতনপুর গ্রামের ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ কাঁচপুরে জামায়াতের বিক্ষোভ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের দক্ষিণ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়নগঞ্জ  সোনারগাঁও উপজেলার উত্তর শাখার ইউনিট এবং ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৫ইং সোনারগাঁও ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির হোসেন। বন্দরে ধামগড়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেত্রী মুন্নী আক্তার ধামগড়ে জনকল্যাণ  সাংস্কৃতিক  সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী  উপহার বিতরণ। সোনারগাঁয়ে গনঅধিকারের ইফতার মাহফিল নয়াপুর ৭নং ওয়ার্ডের কনফিডেন্স ইউনিটের উদ্যোগে নয়াপুর আক্কাস আলী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁওয়ে পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই ও বোনের করুন মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

সময় বার্তা 71 ডটকম:-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই ও বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২) নামে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার ১৮ নভেম্বর ২০২৩ ইং সকাল ১০টার দিকে পৌরসভার ইছাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মৃত্যু শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

মৃত্যুর স্বজনরা জানান, সকালে দুই মামাতো ও ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো। খেলা করার মধ্যে কোন একসময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। পরে শিশুদের বাড়ির উঠানে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। এ সময় বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে শিশু দুটি মৃত্যু হওয়ার কারণে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর