নিউজ ডেস্ক:-
নারায়নগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশন সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা ও মো: মোর্শেদ আলম কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ দেশের শীর্ষ পর্যায়ের ২৪ জন নারীদের মধ্যে আমাদের আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার ম্যাডাম ১১ নাম্বার তালিকা রয়েছেন এতে আমাদের আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের গর্ব।
নির্বাহী পরিচালক নাজমুন নাহার ম্যাডামের উপস্থিতিতে স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে ২২ই নভেম্বর২০২৩ ইং রোজ বুধবার দুপুর ১২টার সময় নারায়ণগঞ্জ জেলা কমিটি পুনরায় নবায়ন করা হয় এবং এই কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ কে ঘোষণা করা হয়।
অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ কাউছার আহমেদ সজিব ,মোঃ মাইনুল হাসান. মোঃ শামীম আলম ,হাজী জামান মিয়া, মোঃ মজনু মিয়া, মোঃ আনিসুর রহমান,এস এম সজীব, মোঃ রুহুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক – মাহবুব হাসান , মোঃআব্দুল মজিদ,মোঃইস্রাফিল হোসেন।সাংগঠনিক সম্পাদক মোঃমিজানুর রহমান ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হাসান রাজীব,সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম গাজী,দপ্তর সম্পাদক মোঃ মীমরাজ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মেহবুবা সুলতানা ময়না,কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম মিয়া কার্যনির্বাহী সদস্য মোঃ ফরহাদ হোসেন।
এতে জানানো হয়, ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, আসকের কেন্দ্রীয় পরিচালক নাজমুন নাহার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর নবগঠিত নবায়ন কমিটিকে নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ সহ নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।