শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক । সোনারগাঁওয়ে ১২ গ্রামের কৃষি জমি চাষাবাদ ও খাল খননের উপযোগী করার জন্য কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামতাল মালিভিটা নুরুন আলা নূর এসহাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুদরত আলী মাস্টার সাহেবের নামে নাম ফলকের উদ্বোধন। ক্যাসিনো সম্রাট ডন সেলিমের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ 

সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মিছিল করায় নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল-কায়সারকে ‘শোকজ’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

সময় বার্তা ৭১ ডটকম:- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাতসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইসি।

সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় ২০ ডিসেম্বর ২০২৩ ইং বুধবার রাতে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে ২৪ ডিসেম্বরের মধ্যে নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু , পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ , সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া , বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুল এবং মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
কারণ দর্শানোর নোটিশে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত ১৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলে শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁর অনুসারীরা অংশ নেন। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এমন কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির লঙ্ঘন।
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের জারি করা নির্দেশনা লঙ্ঘন করে এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া ও বাবুল ওমর বাবু আওয়ামীলীগ–দলীয় প্রার্থীর পক্ষে নিজ পদবি ও কার্যালয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। অন্য ৮জন ইউপি চেয়ারম্যানকেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেয়া হয়েছ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর