নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কুখ্যাত ডাকাত পায়েল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের আবু সাইদের ছেলে পিয়াল (৩০), পিরোজপুর ইউনিয়ন জৌনপুর এলাকার টিপুর ছেলে আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। তিনজনই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।তিনি আরও বলেন, “তারা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে ডাকাতি, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”
এলাকাবাসীর একাংশ জানান, পায়েল ও তার সহযোগীদের গ্রেফতার করায় চক্রটির দাপট কমবে বলে আশা করা হচ্ছে। তারা পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেন।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.