শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩শ আসন নিয়ে নির্বাচনে যেতে চায় ভিপি নুর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার রতনপুর গ্রামের ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ কাঁচপুরে জামায়াতের বিক্ষোভ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের দক্ষিণ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়নগঞ্জ  সোনারগাঁও উপজেলার উত্তর শাখার ইউনিট এবং ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৫ইং সোনারগাঁও ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির হোসেন। বন্দরে ধামগড়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেত্রী মুন্নী আক্তার ধামগড়ে জনকল্যাণ  সাংস্কৃতিক  সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী  উপহার বিতরণ। সোনারগাঁয়ে গনঅধিকারের ইফতার মাহফিল নয়াপুর ৭নং ওয়ার্ডের কনফিডেন্স ইউনিটের উদ্যোগে নয়াপুর আক্কাস আলী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার রতনপুর গ্রামের ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার পঠিত
Oplus_131072

নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলায় কুখ্যাত ডাকাত পায়েল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে  উপজেলার মোগরাপাড়া  ইউনিয়নের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের আবু সাইদের ছেলে পিয়াল (৩০), পিরোজপুর ইউনিয়ন জৌনপুর এলাকার টিপুর ছেলে আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। তিনজনই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।তিনি আরও বলেন, “তারা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে ডাকাতি, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”

এলাকাবাসীর একাংশ জানান, পায়েল ও তার সহযোগীদের গ্রেফতার করায় চক্রটির দাপট কমবে বলে আশা করা হচ্ছে। তারা পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর